আগরতলা: মিছিলের নামে মঙ্গলবার (২৩ আগস্ট) আগরতলা শহর জুড়ে তাণ্ডব চালিয়েছে আই পি এফ টি দল। এ ঘটনায় আগরতলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ষষ্ঠ তফশীল দিবস উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে আগরতলায় এক মিছিলের আয়োজন করে দলটি। মিছিলটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথে প্রদক্ষিণ করে।
মিছিলের নামে আই পি এফ টি দলের কর্মী সমর্থকরা রাস্তায় চলাচলকারী মানুষের ওপর আক্রমণ চালায় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তাদের আক্রমণ থেকে রক্ষা পায়নি নারী-শিশুরাও।
সাধারণ মানুষ তাদের তাণ্ডবের প্রতিরোধ করলে তারা আরও মারমুখী হয়ে ওঠে। আগুন লাগিয়ে দেয় রাস্তায় থাকা যানবাহনে, ভাঙচুর চালায় দোকান সহ রাস্তার পাশের বাড়িঘরে। রাজধানীর কর্নেল চৌমুহনী, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গাড়িতে অগ্নি সংযোগ করে।
এ সময় রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের অভিযোগ আই পি এফ টি দলের কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালালে পুলিশের দেখা মেলেনি।
পরে খবর পেয়ে পশ্চিম জেলার এস পি অভিজিৎ সপ্তর্ষির নেতৃত্বে পুলিশ বাহিনী কর্নেল চৌমুহনী এলাকায় ছুটে যান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অগ্নি নির্বাপক দফতরের দমকল বাহিনীর গাড়ি যায় ও আগুন নেভায়।
এখনও আগরতলা শহর জুড়ে থমথমে পরিস্থিতি। শহর প্রায় বন্ধ হয়ে পড়েছে। আগরতলা শহর জুড়ে ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
পিসি/