ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারে মমতার ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারে মমতার ক্ষোভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা একটি রাজনৈতিক চক্রান্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি।

গ্রেফতারের খবর পাওয়ার পরেই জরুরি ভিত্তিতে দলীয় সংসদ সদস্যদের সভা ডাকেন মমতা। এছাড়া গ্রেফতারের বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও জানা গেছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে রওনা দেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বামফ্রন্টের শাসন আমলে এ ধরনের প্রতারক কোম্পানিগুলো তৈরি হয়েছিলো। বাম নেতাদের গ্রেফতার করা হচ্ছে না কেন সেই জবাবও চান তিনি।

এর পরেই কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ অঞ্চলে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আগামী দিনে এ বিষয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।