পশ্চিমবঙ্গের পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলায় বুধবার (১১ জানুয়ারি) বিচারপতি এস পি ওয়াংদি ও বিশেষজ্ঞ সদস্য পি সি মিশ্রের নেতৃত্বে ভারতের পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ এ রুল জারি করেন।
অভিযোগে দাবি করা হয়, সুন্দরবনের ভারতীয় অংশের উপকূল এলাকায় সব মিলিয়ে ১৬৭টি হোটেল ও রিসোর্ট চালু রয়েছে।
কোনো কোনোটির ভারতে যেকোনো ব্যবসার ক্ষেত্রে বাধ্যতামূলক ট্রেড লাইসেন্সও নেই।
অনেক ক্ষেত্রে হোটেল ও রিসোর্টগুলোর ছাড়পত্র বেআইনিভাবে নেওয়া হয়েছে বলে পরিবেশকর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে রিপোর্ট চেয়েছিলেন পরিবেশ আদালত।
মামলাকারী পরিবেশকর্মী সুভাষ দত্ত অভিযোগ করেছেন, শীতের মৌসুমে অনেক পর্যটক সুন্দরবনের গভীরে চলে যাচ্ছেন। ফলে সেখানে শব্দ, বায়ু ও জলদূষণ হচ্ছে।
ব্যাপক হারে মাইকের ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন এই পরিবেশকর্মী। এ দূষণের ওপর নিয়ন্ত্রণ আনতে অবিলম্বে নির্দেশ জারি হওয়া প্রয়োজন বলেও মামলাকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আদালত পশ্চিমবঙ্গের পরিবেশ দফতর ও পর্ষদকে এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে বলেছেন অথবা রায় দেবেন বলে জানান বিচারকরা।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসএস/এএটি/এএসআর