শুক্রবার (১৩ জানুয়ারি) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
ভারতের অন্যান্য অংশের মধ্যে কাশ্মীর এবং অরুণাচল প্রদেশে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচে।
দিল্লিতে তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মরুরাজ্য রাজস্থানের তাপমাত্রা হিমাঙ্কের ২ ডিগ্রি নীচে বলে জানা যায়।
এদিকে ভারতের বিহার রাজ্যে তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে ঘুরছে অন্যদিকে হরিয়ানা এবং পাঞ্জাবে চলছে শৈত্য প্রবাহ।
কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে বলে মনে করছেন আবহায়াবিদরা।
দু’টি ঘূর্ণাবর্তের একটি উড়িষ্যা আর একটি উত্তর প্রদেশে অবস্থান করার কারণে গত দু’দিন মেঘলা ছিল পশ্চিমবঙ্গের আকাশ।
আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রার পারদ দ্রুত পড়তে শুরু করেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীত আগামী ৩/৪ দিন এই ভাবেই থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৬
এসএস/এসআরএস/আরআই