মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের ভাষা শহীদ স্মারক সমিতির আয়োজনে ওই এলাকার কার্জন পার্কের ভাষা শহীদ উদ্যানে দিবসটি পালিত হয়।
শহীদ বেদিতে মাল্যদান করেন- লেখক দীবেন্দু পালিত, শ্যামল কান্তি চক্রবর্তী, চিত্রশিল্পী সুভাপ্রশন্ন, অধ্যাপক পবিত্র সরকার, তপন মিত্র, দিলীপ চক্রবর্তী, কবি পঙ্কজ সাহা, আর এস পি নেতা গোস্বামীসহ লেখক, শিল্পী ও সাহিত্যিকরা ছাড়াও সাধারণ বাংলাভাষা প্রেমী মানুষেরা।
সোমবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বরকত, জব্বর, সালাম, রফিক এবং অন্যান্য ভাষা শহীদদের স্মরণে কলকাতার বিভিন্ন এলাকায় স্মৃতিফলকে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে কলকাতার কার্জন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও যথাযথ সম্মানের সঙ্গে কলকাতা উপ দূতাবাসে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এস.এস/ওএইচ/বিএস