ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
কলকাতায় পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী কলকাতায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কলকাতা: কলকাতায় বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে পাঁচ দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কলকাতার আইসিসিআর’র বেঙ্গল আর্ট গ্যালারিতে  ‘ষোলকলা’ শিরোনামের এ প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাই কমিশনার জকি আহাদ। এ সময় তিনি প্রদর্শনীর সাফল্য কামনা করেন।



বাংলাদেশ উপ-হাইকমিশনের এইচ ও সি জামাল হোসেন বলেন, এক বিষণ্ণ বিকেলে তৈরি হয়েছিল এই ষোলকলা শিল্পগোষ্ঠী। এটি ভারতে ষোলকলার দ্বিতীয় প্রদর্শনী।

তিনি বলেন, ষোলোজন শিল্পীর মাধ্যম এবং ভাবনা ভিন্ন হলেও একটি বাণী ধ্বনিত হয় যা নতুন ধরণের শিল্প বিপ্লবের জন্ম দেয়।
 
এ সময় গেটকো গ্রুপ অফ কোম্পানির প্রধান উপদেষ্টা খন্দকার রশিদুল হক, এবং আই সি আর-এর রিজিওনাল ডিরেক্টর গৌতম দে, অধ্যাপক ড. পবিত্র সরকারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আইসিসিআর’এর প্রধান উপদেষ্টা  গৌতম দে ও আর্ট টুমরো-এর অন্যতম সংগঠক সমীরণ বনিক এ উদ্যোগের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এসএস/এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।