ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলার ১০০ চিত্রগ্রাহকের ছবির প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
দুই বাংলার ১০০ চিত্রগ্রাহকের ছবির প্রদর্শনী দুই বাংলার চিত্রগ্রাহকদের ছবির প্রদর্শনী

কলকাতা: দুই বাংলার একশো ফটোগ্রাফারের ছবি নিয়ে কলকাতায় চলছে ‘ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ দি ফটোক্যাফে-২০১৭’। দুই বাঙলার এতজন চিত্রগ্রাহককে একসঙ্গে নিয়ে ছবির প্রদর্শনী কলকাতায় এই প্রথম আয়োজিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) কলকাতার আইসিসিআর-এর নন্দলাল বসু গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ রতন দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রগ্রাহক অতনু পাল।

প্রদর্শনীতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৫০ জন করে চিত্রগ্রাহক অংশ নিয়েছেন। ৪ মার্চ থেকে ৬ মার্চ এই প্রদর্শনী চলবে।

প্রদর্শনীর প্রতিটি ছবিতে উঠে এসেছে জীবন, সমাজ এবং দিনযাপনের বিভিন্ন মুহূর্ত। কলকাতার দর্শক মহলে ছবি প্রদর্শনীকে ঘিরে উৎসাহের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ০৪ মার্চ , ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।