সঞ্জয়ের দাবি, তিনি অমিতাভ বচ্চনের ‘ফ্যান’ নন, দেবতার যেমন ভক্ত হয় তিনিও অমিতাভ বচ্চনের তেমন ভক্ত। তবে সঞ্জয় পাতোদিয়া একা নন, আরও কয়েকজন অমিতাভ ‘ভক্ত’ মিলে পরিকল্পনা করে এই মন্দির তৈরি করা হয়েছে।
মন্দিরে একটি সিংহাসন তৈরি করে রাখা হয়েছে অমিতাভ বচ্চনের জুতা ও তার ছবি। মন্দিরের দেওয়ালে লেখা ‘জয় শ্রী অমিতাভ। গুরু পূর্ণিমায় বেশ ঘটা করা হয় বিগ বি অমিতাভ বচ্চনের। আসছে গুরু পূর্ণিমায় ছবি সরিয়ে অমিতাভ বচ্চনের মূর্তিই বসানো হবে মন্দিরে।
অমিতাভ বচ্চন নিজেও জানেন কলকাতায় তার এই মন্দিরের কথা। যদিও ভগবান হিসেবে নিজের পূজায় আপত্তি আছে এই বলিষ্ঠ অভিনেতার।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ভিএস/জেডএম