ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা টু খুলনা রেল চালুর অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কলকাতা টু খুলনা রেল চালুর অপেক্ষা

কলকাতা: কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেল পরিষেবা এখন শুধু সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই চালু করা হবে কলকাতা টু খুলনা মৈত্রী একপ্রেস।

বর্তমানে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত মৈত্রী একপ্রেস চলাচল করে। নতুন কলকাতা-খুলনা মৈত্রী এক্সপ্রেসটি চলবে বনগাঁ সীমান্ত স্টেশন পেট্রাপোল হয়ে।

এর আগে গত ২৭ মার্চ  ভারতীয় রেলের ডি আর এম বাসুদেব পাণ্ডা বনগাঁ সীমান্ত পরিদর্শন করেন। শুক্রবার (৩১ মার্চ) বনগাঁ সীমান্তের স্টেশন পেট্রাপোল পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এসএন অগ্রবাল।

তবে উদ্বোধন হলেও সম্ভবত এ রুটে নিয়মিত ট্রেন চলাচল করতে আরো কিছুদিন সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১ এপ্রিল , ২০১৭
ভি.এস/জেডএম
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।