ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৪ এপ্রিল বাংলাদেশে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব। এর একদিন পরে ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গ উদযাপন করলো বাংলা নববর্ষ।

এ বর্ষবরণ উপলক্ষে কলকাতায় রাস্তায় দেখা গেলো মঙ্গল শোভাযাত্রা।

বাংলাদেশে প্রথম মঙ্গল শোভাযাত্রা বের হয় ১৯৮৯ সালে, আর তারই সম্প্রীতির বার্তা বহন করে আসছে পশ্চিমবাংলার আপামর বাংলা ভাষাভাষীরা।

ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ।  ছবি: বাংলানিউজ

সকাল সাড়ে ৮টায় গাঙ্গুলী বাগান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা হয়। এতে অংশ নেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

শোভাযাত্রায় কাগজের ফুল, মুখোশ ও বর্ণমালা বানিয়েছে বাংলাদেশের চারুকলা অনুষদের ছাত্ররা। আর তাদের সহযোগিতা করেছে কলকাতায় পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীরা।  ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ।  ছবি: বাংলানিউজ

শোভাযাত্রায় আরো দেখা যায়, প্রায় দশফুট উচ্চতার পাঁচটি মুখোশ।
ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ।  ছবি: বাংলানিউজ
পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের বিখ্যাত মৃৎ শিল্পীর তৈরি ১৫ ফুট উচ্চতার মাটির ঘোড়াও দেখা যায় এ শোভাযাত্রায়। ছবিতে পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ।  ছবি: বাংলানিউজ

এ দিকে শোভাযাত্রা শেষে দুই বাংলার শিক্ষার্থীরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ভিএস/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।