ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে আরও বিদ্যুৎ সরবরাহ করবে পশ্চিমবঙ্গ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বাংলাদেশে আরও বিদ্যুৎ সরবরাহ করবে পশ্চিমবঙ্গ

কলকাতা: বাংলাদেশে আরও বেশি বিদ্যুৎ সরবরাহ করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানিয়েছেন, এরইমধ্যে বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আগামী দিনে তা আরও বাড়ানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গ থেকে শিগগিরই নেপাল ও ভুটানে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানা গেছে। এর মধ্যেই কয়েকটি সরবরাহ স্টেশন নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটির কাজ চলছে।

পশ্চিমবঙ্গে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে কিছু পরিমাণে বাংলাদেশেও সরবরাহ করা হতো। মনে করা হচ্ছে আগামী দিনে বাংলাদেশসহ নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ সরবরাহের দিকে জোর দেবে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ভিএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।