পশ্চিমবঙ্গের বারাসাত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত ৬১ কিলোমিটার রাস্তা চওড়া করার জন্য গাছ কাটা হচ্ছিল। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবাহী গাড়ি ভারত-বাংলাদেশে যাতায়াত করে।
ভারতের একটি মানবাধিকার সংগঠনের তরফে গাছ কাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামালার শুনানির পর স্থগিতাদেশ দিল আদালত। এর মধ্যেই ঐ এলাকায় এলাকায় ৪ হাজার ৩০টি গাছ কাটা হয়েছে বলে আদালতে জানিয়েছেন অভিযোগকারীরা। আগামী ৫ মে এ বিষয়ে রায় ঘোষণা করবে আদালত।
গাছ কাটার কাজে আদালতের স্থগিতাদেশ পরিবেশপ্রেমীরা প্রাথমিক জয় বলে মনে করছেন। আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে এলাকার মানুষ থেকে পরিবেশপ্রেমী সংগঠনগুলি।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৭
ভিএস/এমজেএফ