বুধবার (১০ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতে থাকা ‘উইমেন ইকোনমিক ফোরামে'র এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
৮ মে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ১৩ মে পর্যন্ত।
বিভিন্ন দেশের নারীদের সঙ্গে হাজির থাকছেন বিভিন্ন দেশের নারী রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার নারী।
অনুষ্ঠানে দিল্লিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের দু’হাজার নারী। তারা আগামী সময়ে গোটা পৃথিবীর বিভিন্ন বিষয়ে নারীদের যোগদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ও ভারত ছাড়াও এ ফোরামে উপস্থিত ব্রাজিল, শ্রীলঙ্কা, আমেরিকা, ওমান, জর্ডান, কুয়েত, কোরিয়া, রাশিয়া, পর্তুগাল, কেনিয়া, স্পেন সাউথ আফ্রিকাসহ অনেক দেশের প্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
ভিএস/এএটি/এএ