শুক্রবার (১৯ মে) থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবারের আগ পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বেশি।
তবে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরলেও বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলোর তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে আগেই।
আন্দামানে বর্ষা এসে গেলেও কলকাতায় তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, আরও দু’তিন দিন গরম বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্প না থাকায় কালবৈশাখীর সম্ভাবনাও কম।
এ মৌসুমে কলকাতা আটবার কালবৈশাখী ঝড় হয়েছে। তবে এ মুহূর্তে কালবৈশাখীর আশাও ক্ষীণ। তাই তাপ প্রবাহ সহ্য করা ছাড়া গতি নেই কলকাতাবাসীর।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএস/এএটি/এএ