কলকাতা: আবার বার্ড ফ্লু দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। এবার বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়া জেলার তেহট্ট ব্লকে।
বুধবার নদীয়া জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘কয়েক দিন আগেই বার্ড ফ্লু-এর নমুনা ভোপালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষা করে জানা গিয়েছে, ওই এলাকায় বার্ড ফ্লু’র প্রকোপ রয়েছে। ’
তবে এরই মধ্যে বার্ড ফ্লু রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। এজন্য আগামী কয়েকদিন তেহট্ট এলাকার ২০-২৫টি গ্রামে পর্যবেক্ষণ করবেন প্রশাসনিক কর্মকর্তারা।
বুধবার সকালে তেহট্টের মহকুমা শাসক বলেন, ‘আজ থেকেই শুরু হয়েছে কালিং। দেওয়া হবে উপযুক্ত ক্ষতিপূরণ। এজন্য ৪০০ কর্মীকে নিয়োগ করা হয়েছ। ’
তিনি আরও বলেন,‘দুটি গ্রামতে ঘিরে চারপাশের ৩ কিলোমিটারের মধ্যকার ৫টি গ্রাম পঞ্চায়েতের ১৩টি মৌজার মোট ৫১ হাজার মুরগি নিধন করা হবে। সাবধানতার জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১