কলকাতা: ভয়ঙ্কর ভূমিকম্পের সময় সিকিমের তিস্তা ব্যারেজ প্রকল্পে কর্মরত ১৪ বাঙালি শ্রমিকের লাশ উদ্ধার করেছে সিকিম জেলা প্রশাসন। এরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মংগন এলাকায় এদের লাশগুলো উদ্ধার করা হয়। এর ফলে ভূমিকম্পে পশ্চিবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬-এ।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, নিহত বাঙালি শ্রমিকরা তিস্তা প্রকল্পে দুটি জায়গায় ভাগ হয়ে কাজ করছিলেন। পাহাড়ি দুর্গম সেই স্থানে একটিতে ৫ জন, অপরটিতে ৯ জনের লাশ পাওয়া গেছে।
সিকিম জেলা প্রশাসনের কাছ থেকে বুধবার সকালে এ খবর মহাকরণে জানানো হয়েছে।
মহাকরণ সূত্রে জানা গেছে, হেলিকপ্টারের অভাবে নিহত শ্রমিকদের লাশগু গ্যাংটকে আনা যাচ্ছে না। রাহুল গান্ধীর সফরের জন্য দু’টি হেলিকপ্টারকে মজুত রাখা হয়েছে। একটিতে উনি আছেন, অপরটি রিজার্ভ রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১