সব্যসাচী চক্রবর্তী, সোমনাথ চট্টোপাধ্যায়, ড. অশোক মিত্র, পবিত্র সরকার, নাট্যকর্মী চন্দন সেনসহ অন্তত ৫০ জন বিশিষ্ট ব্যক্তি এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।
সরাসরি যুক্ত থাকতে না পারলেও বুদ্ধিজীবীদের উদ্দেশ্য ও উদ্যোগকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও কবি শঙ্খ ঘোষ।
কর্মসূচির সঙ্গে কোনও রাজনৈতিক দল সরাসরি যুক্ত না থাকলেও পরোক্ষভাবে তাদের উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিপিএম।
দার্জিলিং থেকে বসিরহাটে, চলতে থাকা টানা অশান্তির রাশ টানতে এবং শান্তির বার্তাবরণকে সমৃদ্ধি করার উদ্দেশ্যই ছিলো এ মিছিলের।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জেডএস