কলকাতা: রাজ্যের বার্ড-ফ্লু কবলিত এলাকার তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাকে সীল করল রাজ্য সরকার।
রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, এ বিষয়ে বিএসএফকে সর্তক করা হয়েছে।
রাজ্যের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী নুরে আলম চৌধুরী সন্ধ্যায় মহাকরণে বলেছেন, ‘বার্ড-ফ্লুর বিষয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থাগ্রহণ করতে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে অনুরোধ করা হবে। ’
এদিকে রাজ্য সরকারের প্রাণীসম্পদ মন্ত্রলণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৩ হাজার ৮শ ৯৭টি হাঁস ও মুরগী নিধন করা হয়েছে। নষ্ট করা হয়েছে ২২টি ডিম। সেই সঙ্গে ২শ ৫ কেজি পাখির খাদ্য নষ্ট করা হয়েছে।
ভারতীয় সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১