সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বুদ্ধদেবের বাস ভবন বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তিনি বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
আচমকা মুখ্যমন্ত্রী মমতাকে দেখে বুদ্ধবাবু বলেন, ‘আপনি আবার বাড়িতে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ’
মমতা তাকে বলেন, ‘অসুস্থতার খবর পেয়ে আমি সোজা আপনাকে দেখতে চলে এসেছি। আপনার জন্য পিজি হাসপাতালে সব ধরনের ব্যবস্থা করা আছে। আপনি চাইলে ওখানে যেতে পারেন। ’
‘বুদ্ধবাবু তাকে বলেন, আমি এখন অনেক ভালো আছি। বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছি। ’
তবে সিপিএম সূত্রে অবশ্য বুদ্ধবাবুর অসুস্থতা নিয়ে সরকারিভাবে কোনোও বিবৃতি না দেওয়া হলেও, পরে সৌজন্যে সাক্ষাতকারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ভিএস/এএটি