ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় কালিপুজোয় শব্দবাজি ফাটাতে গিয়ে গ্রেপ্তার ৮৫০জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

কলকাতা: রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপূজার রাতে ছিল শব্দবাজির দাপট।

বুধবার সন্ধ্যার দিকে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও রাত যত বেড়েছে কলকাতা শহর ও শহরতলীতে বেড়েছে ততই শব্দবাজির দৌরাত্ম।


বিশেষ করে বেহালা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, গড়িয়া, কসবা অঞ্চলে শব্দবাজির দৌরাত্ম ছিল সব থেকে বেশি।

শব্দবাজি ফাটানোর অভিযোগে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মোট ৮৫০ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আটক করা হয়েছে ১৫০ কেজি শব্দবাজি।

এদিকে কালীপূজার দিন রাতেই বাজির ফুলকি থেকে আগুন লেগে যায় টালিগঞ্জ টেকনিশিয়ান্স স্টুডিওর ছাদে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকলের তিনটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।

ভারতীয় সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।