ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উৎসবের মৌসুমে ভারতের পর্যটন শিল্পে মন্দা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১
উৎসবের মৌসুমে ভারতের পর্যটন শিল্পে মন্দা!

কলকাতা: উৎসবের মৌসুমে ভারতের পর্যটন শিল্পে ব্যাপক মন্দা চলছে। ভারতে বিভিন্ন সন্ত্রাসবাদীদের হামলায় যাতে বিদেশি পর্যটকদের কোনও বিপদ না হয়, সেই ব্যবস্থা খতিয়ে দেখতে এবার উপদেষ্টা নিয়োগ করতে চলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।



ভারতের পর্যটন মন্ত্রকের একটি সূত্র জানায়, এ উপদেষ্টা নিয়োগ হলে ভয়ে কোনও বিদেশি পর্যটক আর ভারতে  আসতে চাইবেন না। তারা ভারতের বদলে চলে যাবে এশিয়ার অন্য দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও চীনে।
 
ভারতের পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায় নয়াদিল্লিতে বলেন, ‘এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতের অন্যান্য অংশ বাদে শুধুমাত্র জম্মু-কাশ্মির থেকে ১০০ শতাংশ বুকিংয়ের খবর আছে। যা প্রমাণ করে ভারতের অবস্থা স্বাভাবিক। ’

এদিকে এ উদ্বেগ নিরসনে বিভিন্ন হোটেল, ট্রাভেল এজেন্ট এবং রেস্তোরাঁর মালিকরা পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন।

গত সোমবার পর্যটনমন্ত্রী এ উপদেষ্টা নিয়োগের বিষয়টি নিয়ে বিদেশি আধিকারিক ছাড়াও জি-২০ এর বৈঠকে আলোচনা করেন।

সেখানে তিনি বলেন,‘ ২০১১ এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি পর্যটকের পরিমাণ ১০ শতাংশ বেড়েছে। ’

কিন্তু সংলিষ্ট মহল জানিয়েছে, মন্ত্রী যাই বলুন না কেন, এই বৃদ্ধির হার এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম। বিশ্বের পর্যটন শিল্পে ভারতের অংশ ০ দশমিক ৫৯ শতাংশ। সেখানে থাইল্যান্ডের পরিমাণ ১ দশমিক ৬২ শতাংশ এবং চীনের পরিমাণ ৫ দশমিক ৮ শতাংশ।

ভারতের সমুদ্র সৈকতগুলোতে যেখানে ২ দশমিক ৭ মিলিয়ন পর্যটক যায় সেখানে ফুকেটে যায় ৫ মিলিয়ন বিদেশি পর্যটক। চীনের প্রাচীরের বিদেশি পর্যটকের পরিমাণ ১০ মিলিয়ন সেখানে ভারতের তাজমহল পর্যটকের পরিমাণ ৩ দশমিক ১ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।