সোমবার (০৪ জুন) কলকাতার পাকসার্কাস ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত সবার কথাবার্তায় উঠে আসে দুই বাংলার সাংস্কৃতিক যোগাযোগের ঐতিহ্যপূর্ণ ইতিহাসের কথা। এছাড়া পুরো রমজানে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হবে, আগামী দিনে কিভাবে এ সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ সব বিষয় উঠে এসেছে।
প্রধান অতিথি ছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সংসদ সদস্য সুদীপ বন্দোপাধ্যায় ও নয়না বন্দোপাধ্যায়। এছাড়া বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সন্ন্যাসিসহ কলকাতার বিশিষ্ট জনেরা।
মাওলানা সুলেমান আবেদীনের পরিচালনায় পাঁচ হাজার রোজাদার ও বিভিন্ন ধর্মের মানুষ এ ইফতার মাহফিলে অংশ নেন। এসময় রমজান উপলক্ষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ভি.এস/ওএইচ/