ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দক্ষিণ কলকাতা লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১

কলকাতা: আসন্ন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সুব্রত বক্সী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



এদিন তিনি বলেন, ‘সুব্রত বক্সীই এই পদের যোগ্যতম ব্যক্তিত্ব। তাই তিনি এবার দক্ষিণ কলকাতায় প্রার্থী হচ্ছেন। ’

উল্লেখ্য, রাজ্যের বর্তমান পূর্ত ও পরিবহন মন্ত্রী সুব্রত বক্সী গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলে মমতা ব্যানার্জী এ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

মমতা ব্যানার্জী লোকসভার সদস্য পদ থেকে পদত্যাগ করায় দক্ষিণ কলকাতা লোকসভার আসনটি খালি হয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর এই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২. ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।