ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পৌরসভা নির্বাচন: তৃণমূল-মোর্চা জোট হচ্ছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক চেষ্টায় দীর্ঘদিনের দার্জিলিং পাহাড়ের সমস্যার সমধান হলেও আসন্ন পৌরসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলের জোট হওয়ার কোনও সম্ভাবনা নেই।

গত মঙ্গলবার এমনটিই জানা গেছে।



এদিন সংবাদমাধ্যমকে মোর্চার শীর্ষনেতা বিমল গুরুং বলেন, ৪াট পৌরসভার ৮৪টি আসনে তারা একাই লড়বেন।

মোর্চার একটি সূত্র জানিয়েছে, পাহাড়ে তাদের শক্তি বেশি, তাই তাদের অন্য কোনও দলের সঙ্গে জোটের প্রয়োজন নেই।

অন্যদিকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটি বলেছে, এই নির্বাচনে দলের অবস্থান ঠিক করবেন মুখ্যমন্ত্রী নিজে।

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর দার্জিলিং এর ৩২, কার্শিয়াং এর ২০টি, কালিম্পং এর ২৩টি এবং মিরিখের ৯টি পৌরসভা আসনে নির্বাচনের দিন ঠিক করেছে রাজ্য নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।