আগরতলা (ত্রিপুরা) : চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো অস্নাতক বেকাররা। প্রায় ৩০ মিনিট বন্ধ রইলো ব্যস্ততম জাতীয় সড়ক।
শুক্রবার হটাৎ করেই বন্ধ হয়ে যায় আসাম-আগরতলা জাতীয় সড়ক। বেকারদের এই অবরোধ তুলে নিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ১৩৫ জন বিক্ষোভকারী বেকারকে গ্রেপ্তার করে। তাদের দমাতে লাঠি চার্জও করে পুলিশ। রাতে গ্রেপ্তার করা ১৩৫ জনকে মুক্তি দেয় পুলিশ।
অস্নাতক বেকার সংগঠনের নেতা সম্রাট দেববর্মা জানিয়েছেন, অবিলম্বে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে সরকারকে।
তিনি জানান, শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে সর্ব ভারতীয় যে নিয়ম নীতি রয়েছে তা মানছে না ত্রিপুরা সরকার। শিক্ষকতা করানোর জন্য ডিগ্রি রয়েছে এমন লোকদের আগে চাকরির ব্যবস্থা করতে হবে। অথচ রাজ্য সরকার এই নীতি তোয়াক্কা করছে না।
বেকারদের বক্তব্য অবিলম্বে তাদের চাকরির ব্যবস্থা যদি সরকার না করে তবে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে।
এ ব্যপারে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সরকার আরও সাড়ে পাঁচ হাজার বেকারকে শিক্ষক পদে চাকরি দেবে। এজন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। রাজ্য সরকার অর্থের সংস্থান করতে পারলেই শিক্ষকদের নিয়োগ পত্র ছেড়ে দেবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১