ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্রনাথের শিল্পকর্ম প্রদর্শনী উদ্ধোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১
রবীন্দ্রনাথের শিল্পকর্ম প্রদর্শনী উদ্ধোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

কলকাতা: সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত শিল্পকর্মে একটি প্রর্দশনীর মঙ্গলবার শান্তিনিকেতনে উদ্ধোধন করলেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।

ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর এই প্রথমবার শান্তিনিকেতনে এলেন প্রতিভা
 পাতিল।

এদিন কলকাতা থেকে বিশেষ হেলিকপ্টারে সকাল ১০টায় তিনি শান্তিনিকেতনে যান। সেখানে রবীন্দ্রনাথের আঁকা কয়েকটি ৩৮টি অপ্রকাশিত ছবি ও ৩টি ভাস্কর্যের প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।

তাছাড়া রবীন্দ্রভবন, কলাভবন ও আর্ট গ্যালারিতে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সব মিলিয়ে তিনি এদিন প্রায় ২ ঘন্টা শান্তিনিকেতনে কাটান।

কথা বলেন শান্তিনিকেতনে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাথে।

এদিন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেন, রবীন্দ্রনাথের আদর্শে চলতে হবে। তার আদর্শ মানবতার। বর্তমান বিশ্বে রয়েছে নানারকমের বাধা ও প্রতিকূলতা। এই প্রতিকূলতাকে জয় করতে হবে। প্রয়োজন মুক্ত ভাবনা ও আশাবাদ। সেই পথ দেখাবে রবীন্দ্র ভাবনা।

এদিকে রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে শান্তিনিকেতনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
শান্তিনিকেতন থেকে বিকালেই কলকাতা ফিরে তিনি বিমানের দিল্লির উদ্দেশে রওনা দেন।

উল্লেখ্য, গত সোমবার রাষ্ট্রপতি কলকাতায় যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী প্রমুখ। রাতে রাজভবনে থাকেন রাষ্ট্রপতি।

ভারতীয় সময়: ১৮২৩ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।