ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু, প্রতিবাদে মগরাহাটে হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১
পুলিশের গুলিতে ২ জনের মৃত্যু, প্রতিবাদে মগরাহাটে হরতাল

কলকাতা: বিদ্যুৎ চুরির অভিযোগে পুলিশের গুলিতে দুই নারীর মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার হরতালে আংশিক সাড়া পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে।

শনিবার সকাল ছয়টা থেকে এই হরতাল শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী জোট বামফ্রন্ট ছাড়াও এই হরতালকে সমর্থন দিয়েছে শাসকদল তৃণমুল জোটের শরিক বামদল এসএউসি। এই ঘটনার তীব্র নিন্দা করলেও অবশ্য অপর সহযোগী কংগ্রেস এই হরতালকে সমর্থন করছে না।

হরতালে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। সকাল থেকেই সড়কে যানবাহন চোখে পড়ছে বেশ কম। স্থানীয় স্কুল-কলেজ, অফিস বন্ধ থাকলেও বেশ কিছু দোকান-বাজার খোলা রয়েছে।

নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে জন্য মগরাহাটে বিশাল পুলিশ বাহিনী টহল চালাচ্ছে। সকালে পুলিশ বাহিনী সেখানে রুটমার্চও করে।

এদিকে, গত শুক্রবার তৃণমূল, বাম ও কংগ্রেসের প্রতিনিধি দল মগরাহাটের নৈনান গ্রামে গিয়ে মৃতদের পরিবারের লোকের সঙ্গে দেখা করার পর শনিবার ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির প্রতিনিধিরা।

ভারতীয় সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।