ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ স্থগিত করলেন মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১
খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ স্থগিত করলেন মমতা

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ায় খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ স্থগিত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। ঐক্যমত না হওয়া পর্যন্ত খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নয়।



শনিবার মহাকরণে মমতা ব্যানার্জি বলেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নীতিতে যতক্ষণ না পর্যন্ত সহমত হচ্ছে, ততক্ষণ এই সিদ্ধান্ত স্থগিত রেখেছে কেন্দ্র।

প্রণব মুখার্জির সঙ্গে এদিন টেলিফোনে তার সাথে কথা হয় বলে জানান তিনি। তখনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী এমন আশ্বাস দেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী দাবি করলেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই এ বিষয়ে কোন বিবৃতি পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।