ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ২২ মুক্তিযোদ্ধা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১১

কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আমন্ত্রণে কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের ২২ জন বীর মুক্তিযোদ্ধা।

কলকাতার ইস্টার্ন কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল সার্ভিস (ইনফর্মেশন ওয়র ফেয়র) শেখর বিশ্বনাথ জানান, আগামী ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্ণেল (অব:) শওকত আলী নেতৃত্বে ২২ জন মুক্তিযোদ্ধা অংশ নেবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর প্রতিনিধিরাও যোগ দেবেন বলে তিনি জানিয়েছেন।

মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর সকালে তারা ময়দানের বিজয় স্মারকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, বেশ ক`বছর ধরেই ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে কলকাতায় বিজয় দিবস পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।