ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেগা প্রকল্পে এবারও শীর্ষে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : সারাভারতের মধ্যে  এম জি এন রেগা প্রকল্পে এবারও ত্রিপুরা প্রথম। নভেম্বর মাস পর্যন্ত রাজ্যে এ প্রকল্পে গড়ে ৪৫ দিন করে কাজ করা হয়েছে।

দ্বিতীয় এবং তৃতীয়স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও সিকিম।

অন্ধ্রপ্রদেশে এ সময়ের মধ্যে গড়ে কাজ করা হয়েছে ৩৯ দিন করে। আর সিকিমে হয়েছে ৩৮ দিন।
চলতি অর্থ বছরের মাঝামাঝি যে হিসেব করা হয়েছে তাতেই মিলেছে এ তথ্য।

রাজ্যের গ্রাম উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন এ খবর। রাজ্যের এই কৃতিত্ব তুলে ধরে তিনি বলেন, এই সাফল্যের অংশীদার আমরা সবাই। সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলো দারুন কাজ করেছে যার ফলেই এই সাফল্য এসেছে।

প্রথম দশে থাকা অন্য রাজ্যগুলো হল, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, লাখ্যাদ্বীপ, ছত্তিশগড়, গুজরাত এবং মধ্যপ্রদেশ।

এম জি এন রেগা প্রকল্প ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই প্রকল্পের আওতায় কর্ম প্রার্থীদের বছরে ১০০ দিন করে কাজ দেবার সুযোগ রয়েছে।

মন্ত্রীর আশা, এ বছর এ প্রকল্পে গড়ে ৯০ দিনের বেশী কাজ দেয়া সম্ভব হবে।

গত দু বছর এই প্রকল্পে দেশের সেরা ত্রিপুরাই।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।