ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সাংবাদিকদের ওপর লাঠি, পুলিশ কর্মী সাসপেন্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১
কলকাতায় সাংবাদিকদের ওপর লাঠি, পুলিশ কর্মী সাসপেন্ড

কলকাতা: খবর সংগ্রহ করতে গিয়ে মধ্য কলকাতার কড়েয়া থানা এলাকার ব্রডস্ট্রিটে মেডিভিউ নার্সিংহোমের সামনে মঙ্গলবার সকালে পুলিশের লাঠিচার্জের স্বীকার হলেন সাংবাদিকরা।

এদিন সকালে মেডিভিউ হাসপাতালে ভর্তি অরবিন্দ চক্রবর্তী নামে এক রোগী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর সংগ্রহে সাংবাদিকরা নার্সিংহোম চত্বরে উপস্থিত হন। ভেতরে প্রবেশ করা নিয়ে সাংবাদিকদের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের বিতর্ক শুরু হয়। এই সময় হঠাৎই সাংবাদিকদের ওপর লাঠি চালানো হয়। কয়েকজন সাংবাদিককে মাটিতে ফেলেও পেটানো হয়।

ঘটনার প্রতিবাদে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিকরা। পথ অবরোধেও সামিল হন তারা।

এদিকে এই ঘটনার পর এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সুত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।