ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা স্কুলে হামলার অভিযোগে তৃণমুল কর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

কলকাতা: প্রধান শিক্ষককে হেনস্থা ও স্কুলে হামলার অভিযোগে কলকাতায় এক তৃণমুল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর ফলে শনিবার দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে ছাত্রভর্তি ঘিরে গোলমালের ঘটনায় কড়া হাতেই দমন করল রাজ্য সরকার।

অভিযুক্ত তৃণমূল কর্মী রুপক চ্যাটার্জিকে রোববারই গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তকে আলিপুর আদালত ২২ ডিসেম্বর পর্যন্ত জেলহেফাজতের নির্দেশ দিয়েছে।

রাজ্যসরকারের এই উদ্যোগকে সমাজের সকল স্তরই স্বাগত জানিয়েছে। নিগৃহিত প্রধান শিক্ষক রাজেন মন্ডলও রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে, প্রধানশিক্ষকের নিগৃহীতের ঘটনায় সোমবার স্কুলটির সাবেক ছাত্রছাত্রীরা স্কুলে বিক্ষোভ প্রদর্শনে অংশ নেন। তাদের দাবি, অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। তবে এদিনও ছাত্র ভর্তি নিয়ে জটিলতা কাটেনি।

জানা গিয়েছে, দুপুর দু’টায় পরিচালনা কমিটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। ছাত্রভর্তি নিয়ে প্রয়োজনে মধ্যশিক্ষ্যা পর্ষদকে চিঠি দেবেন তারা।

উল্লেখ্য, গত শনিবার পঞ্চম শ্রেণীতে ছাত্রভর্তিকে কেন্দ্র করে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে বিক্ষোভ দেখান একদল অভিভাবক। ওই সময় প্রধান শিক্ষক রাজেন মন্ডলকে নিগৃহিত করে একদল মানুষ। গোটা ঘটনার পিছনে কলকাতা পৌরসভার তৃণমূলের স্থানীয় কাউন্সিলার তপন দাশগুপ্ত জড়িত রয়েছে বলে অভিযোগ।

যদিও তপন তপন দাশগুপ্ত অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ সরকারি নিয়ম না মানায় পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। প্রতিবাদ জানাতে গেলে উল্টে অপমান সইতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।