ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিষাক্ত মদ: সর্বদলীয় বৈঠক থেকে বামফ্রন্টের ওয়াকআউট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

কলকাতা: রাজ্যে বিষাক্ত মদের ইস্যুতে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে কোনও রফাসূত্র বের হয়নি । বরং বৈঠক থেকে ওয়াক আউট করেছে বামফ্রন্ট।



সোমবার দুপুরে বিধানসভায় সর্বদলীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে শাসক দল তৃণমূল ছাড়া বিরোধী জোট বামফ্রন্টসহ প্রায় সব দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠক চলাকালেই বাম প্রতিনিধিরা ওয়াকআউট করেন।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি অভিযোগ করেছিলেন, এর পেছনে সিপিএম প্রত্যক্ষভাবে যুক্ত।

সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করে সরকারের কাছে কী তথ্য প্রমান আছে তা পেশ করার আর্জি জানানো হয়।

এদিনের বৈঠকে সিপিএমের প্রতিনিধিরা যোগ দিয়ে পার্থ বাবুর আনা অভিযোগ প্রত্যাহারের আবেদন জানান। সেই আবেদন না মানা হলে বিরোধী দল নেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বামফ্রন্টের প্রতিনিধিরা ওয়াক আউট করেন।

বৈঠক শেষে বামেদের ওয়াক আউটকে নাটক বলে অভিহিত করার পর বৈঠক সফল বলে দাবি করেন পার্থ চ্যাটার্জি।

বিষাক্ত মদ কাণ্ড যাতে না ঘটে সেই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রস্তাবও দেওয়া হয় এ বৈঠকে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিষাক্ত মদ পান করে এখন পর্যন্ত ১৭১ জনের মৃত্যু হয়েছে।

 এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঘটনার পরই সর্বদলীয় বৈঠক ডাকার কথা ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।