ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নামল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

কলকাতা: মহানগরীর জাঁকিয়ে বসেছে। শহরের তাপমাত্রা এক ধাক্কায় ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল বুধবার।

এটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

উড়িষ্যা ও উত্তরপ্রদেশের প্রবল শীতের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

জেলাগুলোতে তাপমাত্রা অনেক নিচে নেমে গেছে। অনেক স্কুল-কলেজে শীতের ছুটি পড়ে গেছে। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন থেকে মিউজিয়াম সর্বত্র কচিকাচা ও তরুণ-তরুণীদের ভিড়। রাতে আগুন জ্বালিয়ে হাত-পা গরম করতে গোল হয়ে বসে পড়েছেন আবালবৃদ্ধবনিতা।

শীতের প্রভাবে দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। বুধবার দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ১১ ঘণ্টা, দুরন্ত এক্সপ্রেস ১৬ ঘণ্টা, হিমগিরি এক্সপ্রেস ১২ ঘণ্টা, যোধপুর এক্সপ্রেস ১৫ ঘণ্টা, মুম্বাই এক্সপ্রেস ৯ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৮ ঘণ্টা, অমৃতসর এক্সপ্রেস ৯ ঘণ্টা স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। বাতিল হয়েছে কয়েকটি ট্রেনের যাত্রাও।

এ পর্যন্ত ভারতে প্রচণ্ড শীতে মৃত্যু হয়েছে ৭৬ জনের। কাশ্মীরসহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা মাইনাসে পৌঁছে গেছে। রাজস্থানের তাপমাত্রা অনেক কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।