ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনাকে দেওয়া হবে ডি লিট উপাধি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১
শেখ হাসিনাকে দেওয়া হবে ডি লিট উপাধি

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ডি লিট সম্মানে সন্মানিত করতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অরুণোদয় সাহা জানিয়েছেন এ খবর।


আগামী ১২ জানুয়ারি শেখ হাসিনার ত্রিপুরায় আসার কথা। সে সময় বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে উপ্সহিত থাকার কথা শেখ হাসিনার। ঐ সমাবর্তনেই শেখ হাসিনাকে দেওয়া হবে ডি লিট উপাধি।

এদিকে এক দিনের সফরে শেখ হাসিনা বেশ কয়েকটি অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে রাজ্যের প্রশাসন সূত্রে। রাজ্য সরকার তাকে নাগরিক সংবর্ধনাও দেবে ঐতিহাসিক আসাম রাইফেলস গ্রাউন্ডে।

শেখ হাসিনার সঙ্গে সব কটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির।

আপাতত রাজ্য প্রশাসনে দারুন ব্যস্ততা এই হাই প্রোফাইল সফরকে ঘিরে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।