ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হবে লোকপাল বিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

নয়াদিল্লি: ভারতের লোকসভায় মঙ্গলবার রাতে ধ্বনিভোটে পাশ হয়েছে লোকপাল এবং লোকায়ুক্ত বিল। বুধবার এ বিল রাজ্য সভায় পেশ করার কথা ছিল।



সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব শুক্লা এদিন বলেন, রাজ্যসভায় আজ পেশ হচ্ছে না লোকপাল বিল। বৃহস্পতিবার বিলটি পেশ করা হবে। এবিষয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সম্মতি পাওয়া গেছে।

তবে রাষ্ট্রপতির সম্মতি মেলার পরেও কেন আজ রাজ্যসভায় পেশ হল না লোকপাল বিল সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যসভায় এই বিল পাশ করানোর জন্য পর্যাপ্ত সংখ্যা নিশ্চিত না করতে পারার কারণেই বুধবার পেশ হল না লোকপাল বিল।

২৪৫ টি আসনের মধ্যে এই মুহূর্তে রাজ্যসভায় শাসক জোট ইউপিএর সাংসদ সংখ্যা ৯৯। বিলটি পাশ করানোর জন্য অন্তত ১২৩ টি ভোটের প্রয়োজন।

অন্যদিকে, বিরোধীদের আসনসংখ্যা ১৩১। নির্দল এবং রাষ্ট্রপতি মনোনীত সাংসদের সংখ্যা ১৪ জন।   নির্দল এবং রাষ্ট্রপতি মনোনীত সাংসদরা সরকারের পক্ষে দাঁড়ালে সরকার পক্ষের আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১৩।

কিন্তু তা সত্ত্বেও সাধারণ সংখ্যাগরিষ্ঠতার অভাব রয়েছে সরকারের।

এক্ষেত্রে মনে করা হচ্ছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিএসপি এবং এসপি সাংসদদের ভূমিকা। এই দু’দলের রাজ্যসভার সাংসদ সংখ্যা ২৩।

লোকসভার মতো এই সাংসদরা যদি রাজ্যসভা থেকেও ওয়াকআউট করে, তবে বিরোধী বেঞ্চের শক্তি ১৩৩ থেকে কমে ১০৮-এ দাঁড়াবে। সেক্ষেত্রে ১১২ জন সাংসদের সমর্থন পেলেই পাশ হবে এই বিল।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।