ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনশন প্রত্যাহার করলেন আন্না

সিনিয়র করেগেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

মুম্বাই: নির্ধারিত দিনের একদিন আগে বুধবার অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী আন্না হাজারে। শারীরিক অসুস্থতার কারণেই এই অনশন প্রত্যাহার করেছেন বলে আন্না শিবির থেকে জানানো হয়েছে।



এদিন অনশন প্রত্যাহার হলেও আগামী ৩০ ডিসেম্বর থেকে দিল্লির রামলীলা ময়দানে ফের আন্না হাজারে ও তার অনুগামীরা অনশনে বসবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সোনিয়া গান্ধির বাড়ির সামনেও আন্না অনুগামীদের অনশন কর্মসূচি হবে।

তবে প্রত্যাহার করা হয়েছে জেল ভরো কর্মসূচি। লোকসভায় মঙ্গলবার রাতই এগারোটা নাগাদ পাস হয়ে গিয়েছে লোকপাল বিল। কিন্তু শক্তিশালী লোকপাল বিলের প্রশ্নে আন্না নিজের অনশনে অনড় ছিলেন।

তিন দিনের অনশনের দ্বিতীয় দিনে আন্নার শারীরিক অবস্থার বেশ কিছুটা অবনতি হয়। রক্তের চাপ হয় ১৭০/১০৪। যদিও জ্বর কমে এলেও ডিহাইড্রেশনে ভুগছেন আন্না। এর ফলে তার কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই মনে করছেন আন্নার রক্ষণাবেক্ষণে থাকা ডাক্তার দল। বিষয়টি নিয়ে রীতিমত ‘উদ্বেগ’ প্রকাশ করেন চিকিৎসারত চিকিৎসকরা।

এদিকে ৭৪ বছরের আন্না হাজারের অনশন তুলে নিতে আন্না দলের সদস্যরাও অনুরোধ জানান। কিন্তু কোনও অবস্থাতেই অনশন ভঙ্গ করতে রাজি হচ্ছিলেন না আন্না। অবশেষে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ফলের রস খেয়ে তিনি অনশন ভাঙেন।

‘টিম আন্নার’ অন্যতম সদস্য অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, আমাদের তরফ থেকে আন্নাকে অনশন তুলে নিতে অনুরোধ করা হয়। শক্তিশালী লোকপাল আইনের পাশাপাশি আন্নার সুস্থ থাকাও জরুরি বলে তারা জানিয়ে দেন। অবশেষে তাদের ডাকে সাড়া দিয়ে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।  
    
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।