ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে ঢুকে পড়া তিন যুবককে নিয়ে রাজ্য প্রশাসনে তৎপরতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

আগরতলা (ত্রিপুরা): আখাউড়ার সীমান্ত বেড়া ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া তিন যুবককে নিয়ে রাজ্য প্রশাসনে বেশ তৎপরতা শুরু হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব এসকে পাণ্ডা বিএসএফের কাছে রিপোর্ট চেয়েছেন।

সীমান্তে বিএসএফ জওয়ানরা থাকতে কি করে তারা ওপারে চলে গেল তা নিয়েও প্রশ্ন উঠেছে। মুলত জওয়ানদের ভ‍ূমিকা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে প্রশাসনের মধ্যে।

এ দিকে রাজ্য এবং দিল্লি থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কথা বলা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার গভীর রাতে সীমান্ত বেড়া ভেঙে ভারতীয় তিন যুবক ঢুকে পড়ে বাংলাদেশে। বর্তমানে তারা বাংলাদেশ পুলিশের হাতে আটক আছে।

আখাঊড়া সীমান্তের বিএসএফ সূত্রে জানা গেছে, রাত প্রায় আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। তিন যুবক হলেন- বিমল দেববর্মা, অমরজিত দেববর্মা এবং সুশান্ত দেববর্মা। তাদের বাড়ি সদর উত্তরের সিধাই থানা এলাকায়। তারা যে গাড়িতে ছিলেন সেটি সাদা রঙের শেভ্রলেত। গাড়ির নাম্বরটি আর ০১ এক্স ০৬৯৯। মনে করা হচ্ছে, যুবকরা নেশাগ্রস্ত ছিল।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।