ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গীতা নিষিদ্ধ করার আবেদন খারিজ রাশিয়ায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

কলকাতা: হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ‘ভগবদ গীতা’ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে রাশিয়ার এক আদালত।

বুধবার আদালতের তরফ থেকে এ নির্দেশ জারি করা হয়।



স্বভাবতই আদালতের এ রায়ে খুশি সে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা।

একই সঙ্গে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ।

সন্তোষ প্রকাশ করেছেন ইসকনের মুখপাত্র ব্রজেন্দ্র নন্দন দাস।

এর আগে সাইবেরিয়া শহরে ‘ভগবদ গীতা’র রুশ অনুবাদ সমাজে সামাজিক অবক্ষয় ও ঘৃণার জন্ম দেবে বলে অভিযোগ উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে গীতাকে নিষিদ্ধ করার জন্য আদালতে আবেদন জানানো হয়।

এর পরই সে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা এর প্রতিবাদ জানাতে থাকে। এছাড়াও রুশ সরকারের উপর দেশ-বিদেশের বিভিন্ন হিন্দু সংগঠনও চাপ বাড়াতে থাকে।

এমনকি রাশিয়ায় গীতা বিতর্কে ভারতের সংসদে প্রতিবাদের তীব্র ঝড় ওঠে।

গীতা বিতর্ক মেটাতে রুশ সরকারকে প্রয়োজনীয় সমস্ত রকমের অনুরোধ জানিয়েছিলেন বিদেশমন্ত্রী কৃষ্ণা।

এদিনের রায় দিল্লি সরকারকে স্বস্তি দিল বলে মনে করছেন কূটনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।