ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে বরফ পড়তে শুরু করেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২

কলকাতা: পর্যটকদের কাছে আনন্দের খবর, দার্জিলিং পাহাড়ের বছরের প্রথমদিনটি থেকে বরফ পড়া শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবাহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে, দার্জিলিং জেলার পর্যটন কেন্দ্র সান্দাকফুতে রোববার বিকেলে তুষার বৃষ্টি হয়েছে।

পশ্চিমের ঝঞ্ঝার কারণে তাপমাত্র হ্রাস পেয়ে এই বরফপাত শুরু হয়েছে। সোমবার এই তাপমাত্র আরও হ্রাস পাবে।

এদিন সকাল থেকেই দার্জিলিং পাহাড় ও সংলগ্ন এলাকা ছিল মেঘলা ও কুয়াশায় ঢাকা। বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। একই অবস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

কলকাতার তাপমাত্র অনেকটাই হ্রাস পেয়ে আবার শীত পড়তে শুরু করছে।

বাংলাদেম সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।