ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সব ছাত্র সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানালেন ব্রাত্য বসু

রক্তিম দাশ,সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২
সব ছাত্র সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানালেন ব্রাত্য বসু

কলকাতা: রাজ্যের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অশান্তি থামাতে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রোববার কলকাতার টাকী বয়েজ স্কুলের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ডান বাম নির্বিশেষে সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে রাজি তিনি।



তবে কবে এই বৈঠক হবে সে বিষয়ে এখনই কিছুই জানাননি শিক্ষামন্ত্রী।
 
তিনি বলেন, একজন ছাত্রের ছাত্র সত্তা থেকে রাজনৈতিক সত্তা কখনই বড় হতে পারে না। তাই ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসে নির্বাচন ঘিরে এই সমস্যার সমধান করা দরকার।

তবে এখনও কোনও ছাত্র সংগঠনকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়নি সরকারের তরফে। শিক্ষামন্ত্রীর দাবি, ছাত্র সংগঠনগুলো তার আহ্বানে রাজি হলেই তিনি বৈঠকের আয়োজন করবেন।

রাজ্যের শিক্ষামন্ত্রক সূত্রে জানা গেছে,ছাত্র সংসদ নির্বাচন ঘিরে কীভাবে কলেজে অশান্তি আটকানো যায় সে বিষয়ে আলোচনা করতে সোমবারই উচ্চশিক্ষা সংসদের সভাপতির সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী। পূর্বতন সরকার  ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে অভিন্ন নিয়ম চালুর কথা ভেবেছিল। বর্তমান সরকারও সেই পথেই এগোতে চাইছে।

শিক্ষামন্ত্রীর এই আবেদনকে স্বাগত জানিয়েছে রাজ্যের সবকটি ছাত্র সংগঠন।

এদিকে, রায়গঞ্জ ইউনিভার্নসিটি কলেজের অধ্যক্ষর পদত্যাগপত্র রোববার গ্রহণ করা হয়েছে। এই কলেজের ইংরেজি ভাষার অধ্যাপক শত্রুঘœ সিনহা সোমবার অধ্যক্ষ রূপে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।