ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাজদিয়ায় অধ্যক্ষ নিগ্রহ: অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজত

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২

কলকাতা: রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করলেও ঠিক একই ঘটনায় মাজদিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিস।

রোববার গ্রেফতার ৩ জন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের ৩ অভিযুক্ত কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।



একই ধরনের ঘটনায় দু’রকম আচরণে পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কলেজ কৃর্তপক্ষের পক্ষ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হলে ৩ জনকে গ্রেফতার করা হয়। বাকি দুজন এখনও পলাতক।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।