ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বসুন্ধরা চেয়ারম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২
বসুন্ধরা চেয়ারম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশন

কলকাতা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে ইউক্রেনের অনারারি কনসাল আহমেদ আকবর সোবহান দুই দিনের সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন বুধবার।

পরদিন বৃহস্পতিবার কলকাতার কাছে উত্তর ২৪ পরগণা জেলার সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত মঙ্গল পান্ডের শহর ব্যারাকপুরের রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের বিবেকানন্দ মেমোরিয়াল অডিটোরিয়াম ও সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এই দিনটি থেকেই শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দর সার্ধশতবর্ষ উৎযাপন কর্মসুচি।

এই অনুষ্ঠানে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের বিবেকানন্দ মেমোরিয়াল অডিটোরিয়াম ও সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন  ভারত সরকারের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

মিশনের পক্ষ থেকে স্বামী নিত্যানন্দ মহারাজ বাংলানিউজকে মঙ্গলবার বলেন, ‘কেন্দ্রীয় সরকারের আর্থিক সহয়তায় আমরা অডিটোরিয়াম ও সেমিনার হল নির্মান করতে চলেছি। তারই ভিত্তিপ্রস্তর স্থপান করা হবে। ’

তিনি আরও বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বাংলাদেশের একজন উদ্যমী মানুষ বলে আমরা জানি। বাংলাদেশে শিল্প উন্নয়নে তার ভূমিকা অপরিসীম। শুধু নতুন নতুন শিল্প স্থাপনই নয়, তিনি সমাজসেবায় অগ্রণী ব্যক্তিত্ব। স্বামী বিবেকানন্দর সার্ধশতবর্ষ উৎযাপন কর্মসুচির প্রথম দিনটিতেই আমরা তাকে পেয়ে কৃতজ্ঞ। ’

তিনি আরও বলেন, ‘এপার বাংলার দুঃস্থ মানুষের সাহায্যে তিনি এগিয়ে আসবেন বলেই তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। তাকে স্বাগত জানানোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

ব্যারাকপুর রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের সম্পাদক জানান, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ তথা ভারতের অনেক বিশিষ্টজন অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে ২০ জন আদিবাসী শিশুকে নিয়ে এই শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আর্দশ নিয়ে এই প্রতিষ্ঠানটি স্বামী নিত্যানন্দ মহারাজের নেতৃত্বে ব্যারকাপুরে ৭ রিভারসাইড রোডে শুরু হয়। মানব আর্দশে নিয়োজিত এই সংস্থাটির ভারতের বিভিন্ন রাজ্যসহ যুক্তরাজ্যেও কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।