ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ৩১৬৯, মৃত্যু ৫৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ৩১৬৯, মৃত্যু ৫৩ ..

কলকাতা: পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে। থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

প্রতিদিন গড়ে তিন হাজার শনাক্ত খবর পাওয়া যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৬৯ জন। এ নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ৯২২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে দুই হাজার ৫৮১ জন।

অন্যদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৭৩ জন। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯৫ হাজার ৬৬৩ জন। ফলে রাজ্যে সুস্থতার হার ৭৫ দশমিক ৯৭ শতাংশ।

রাজ্যের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় করোনা শনাক্তের সংখ্যা ছয় হাজার ৪২১ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনায় পাঁচ হাজার ৬২১ জন, হাওড়ায় এক হাজার ৯২০ জন, দক্ষিণ ২৪পরগনায় এক হাজার ৯১৯ জন ও হুগলিতে এক হাজার ২১৯ জন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৯ আগস্ট) ৩৪ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৪ লাখ ১৬ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

রাজ্যে মোট ৮৫টি করোনা হাসপাতাল রয়েছে। এরমধ্যে সরকারি হাসপাতালের সংখ্যা ৩০টি ও বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫টি। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৮২৫টি। শুধুমাত্র কোভিড রোগীদের জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে ৭৯০টি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ভিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।