ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় দুই দেশের বাণিজ্য সম্মেলন শুরু

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২
আগরতলায় দুই দেশের বাণিজ্য সম্মেলন শুরু

আগরতলা থেকে: ত্রিপুরার রাজধানী আগরতলায় দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হওয়া ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে দুই দেশের রাজনীতিকরাও উপস্থিত আছেন।



এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে বুধবার দুপুর তিনটা ১০ মিনিটে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছান। এরপর রাষ্ট্রীয় অতিথিশালায় শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে আগরতলা বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

হাসিনাকে গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রাজ্যের মুখমন্ত্রী মানিক সরকার, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল, ত্রিপুরার বিরোধীদীলয় নেতা রতন নাথ, রাজ্য কংগ্রেসের সভাপতি সুরজিৎ দত্ত। এছাড়া বিজেপি, সিপিআই, সিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ত্রিপুরায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ৩৭ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধি দলে এফবিসিসিআইর সভাপতি একে আজাদ, ব্যবসায়ী আবুল মতলুব আহমদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।