ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রোববার পুণ্য স্নান, গঙ্গাসাগর মেলায় মানুষের ঢল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২
রোববার পুণ্য স্নান, গঙ্গাসাগর মেলায় মানুষের ঢল

কলকাতা: মকর সংক্রান্তির পুণ্য লগ্নের আগেই বঙ্গোপসাগরে ভারতে জলসীমার শেষ ভূখণ্ড পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর দ্বীপে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভীড়। শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের কুম্ভের মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা।



কলকনে ঠাণ্ডা উপেক্ষা করেই শনিবার লাখ লাখ মানুষ গঙ্গাসাগরে জড়ো হয়েছেন। এসে পড়েছেন ভারতের বিভিন্ন স্থান থেকে নগ্ন সাধুরা। এদের আখড়ায় বহু মানুষ ভীড় জমিয়েছেন। এদিন ভোরেই বহু পুণ্যার্থী স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দেন।

প্রতি বছরের মতো এ বছরও মকর সংক্রান্তির বেশ আগে থেকেই পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসতে শুরু করে। তবে আবহাওয়ার বিরূপতায় কিছুটা বাধ সাধে। আবহাওয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ গঙ্গাসাগরে এসে পড়েছেন।

রোববার ভোরে প্রধান স্নান হলেও আগে থেকেই তারা এসে পড়েছেন। চলছে পূজা অর্চনা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল এই ভীড় আরও বাড়বে।

এদিকে পুণ্যস্নান উপলক্ষ্যে গঙ্গাসাগরে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। সমুদ্রের মোহনা ও মেলা চত্তরে টহলদারি চালাচ্ছে বহু নিরাপত্তা রক্ষী। রয়েছে বহু সাদা পোষাকের পুলিশও। এছাড়া এয়ারক্রাফট, হোবারক্রাফট, স্পিডবোট নিয়ে টহলদারি চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।