ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে মন্ত্রিত্বে রদবদল নিয়ে সংঘাতে কংগ্রেস ও তৃণমূল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২
রাজ্যে মন্ত্রিত্বে রদবদল নিয়ে সংঘাতে কংগ্রেস ও তৃণমূল

কলকাতা: মুর্শিদাবাদের কংগ্রেস নেতা ও রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তীকে কেন্দ্র করে ফের জটিল হয়ে উঠল জোট রাজনীতি। একই সঙ্গে কংগ্রেসের দলীয় কোন্দলও স্পষ্ট হয়ে উঠল মঙ্গলবার।



সোমবার মন্ত্রিসভায় রদবদল করে তার ডানা ছাঁটায় ক্ষুব্ধ মনোজ চক্রবর্তী জানিয়ে দিয়েছেন তিনি আর মন্ত্রী থাকতে চান না। কংগ্রেস হাইকমান্ডের সবুজ সঙ্কেত পেলেই তিনি ইস্তফা দেবেন বলে এদিন মহাকরণে সাফ জানিয়ে দেন সাংসদ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা।

মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি প্রণব মুখার্জি ও অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের এই প্রতিমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছেন বলেও তীব্র বিষোদ্গার করেন তিনি। তার আক্রমণের হাত থেকে রেহাই পাননি কংগ্রেস নেতা মানস ভুঁইঞাও। এদিন যে ভাষায় মহাকরণের অলিন্দে তিনি দলীয় সতীর্থ মানস ভুঁইঞাকে আক্রমণ করেছেন, তাতে কংগ্রেসের অন্দরের ফাটলটাও স্পষ্ট হয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।