ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোরে ঠাণ্ডার শিরশিরানি, তবে শীত এখুনিই আসেনি রাজ্যে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
ভোরে ঠাণ্ডার শিরশিরানি, তবে শীত এখুনিই আসেনি রাজ্যে

কলকাতা: রাতের বেলায় গায়ে চাদর না দিলে যেন চলছে না। ভোর হলেই ঠাণ্ডার শিরশিরানি।

আবার বেলা বাড়লেই শুষ্ক আবহাওয়াও টের পাওয়া যাচ্ছে। নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে আবহাওয়ার এমন বদলই মালুম পাচ্ছেন রাজ্যবাসী। তবে কি শীত এসেই গেল? না, এখুনিই শীতের আগমন ঘটছে না রাজ্যে।

শীত তার নিজস্ব স্টাইলে ধীরে ধীরে পা রাখবে বঙ্গে। তবে ভোর বা মধ্যরাতের দিকে তাপমাত্রার হেরফের ঘটবে। ঠাণ্ডার আমেজ থাকবে। এমনটাই কলকাতা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে।  

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে কলকাতাসহ হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বহাল থাকবে।

রাজ্যের দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং ভোরে ভালোই ঠাণ্ডার অনুভূতি মিলবে বলে জানা গেছে।

আবহাওয়া দপ্তরের তথ্যাsনুযায়ী, রোববার (১ নভেম্বর) শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৭৬ শতাংশ, ন্যূনতম ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।