ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভাগ্নি ভাইস প্রেসিডেন্ট, কমলার শপথ অনুষ্ঠানে যাবেন মামা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
ভাগ্নি ভাইস প্রেসিডেন্ট, কমলার শপথ অনুষ্ঠানে যাবেন মামা ...

কলকাতা: ‘জনগণ আমেরিকার জন্য নতুন দিনের সূচনা করেছেন’, জয়ের পর এমনই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অপরদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করে ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই নারী।

স্বভাবতই এই জয়ে আনন্দের জোয়ার বয়ে এনেছে ভারতে বসবাসরত তার মায়ের পরিবারে।

কমলা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, এ খবর ঘোষণার পর থেকে অনবরত বেজে চলেছে ৮০ বছরের বৃদ্ধ গোপালন বালাচন্দ্রণের মোবাইল ফোন। তিনি কমলা হ্যারিসের মামা। ভাগ্নির জয়ে আবেগে আপ্লুত বালাচন্দ্রণ।

এক সংবাদমাধ্যমকে বললেন, ‘আমি আজ খুবই গর্বিত। শিগগির কমলাকে ফোন করে অভিনন্দন জানাব। খবর শোনার পর থেকেই সবাই ফোন করছেন, কথা শেষই হচ্ছে না। ’

গোপালন বালাচন্দ্রণ বর্তমানে নয়াদিল্লির মালব্য নগরে থাকেন। প্রতিরক্ষা মন্ত্রকের সাবেক এই কর্মীর পরিবারে এখন বাধনহারা উচ্ছ্বাস।
বালাচন্দ্রণ জানিয়েছেন, ‘আমার মেয়ে সেখানেই রয়েছে। কমলাকে নির্বাচনের প্রচারে সহায়তা করেছে। কোনোভাবেই বাড়ির মেয়ের শপথ অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। ’

শপথ অনুষ্ঠানে হাজির হতে পরিবারের সদস্যরা জানুয়ারিতে পাড়ি দেবেন আমেরিকা।

ভারতীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ কমলা হ্যারিসের মামাতো বোন টুইট করে লেখেন, ‘আবাক করা কাণ্ড, শেষ পর্যন্ত বাস্তবে তাই ঘটল, আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম আমার দিদি কমলা হ্যারিস। ’

শুক্রবার চরম উত্তেজনার মধ্যে গোপালন বালাচন্দ্রণ সাংবাদিকদের বলেছিন, ‘আমি নিজে মার্কিন নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে অনেক পড়শোনা করেছি। মনে হচ্ছে ডেমোক্র্যাটরাই জিতবেন। ’ 

বালাচন্দ্রণের সেই আশা পূরণ হয়েছে।

২০১৯ সালে মামা-ভাগ্নির মধ্যে ওয়াশিংটনে শেষ দেখা হয়েছিল। মামার কথায় ‘জানার আগ্রহ ও লক্ষ্যে পৌঁছানোর একগ্রতাই কমলাকে আজ শীর্ষে পৌঁছে দিল। ’

ধারণা করা হচ্ছে, মামা-ভাগ্নির আবার দেখা হবে ২০২১ সালের জানুয়ারিতে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ভিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।