ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় আন্তর্জাতিক কবিতা উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বিশ্বজনীন সৌভ্রাতৃত্বের আহ্বানে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কবিতা উৎসব। আগামী ২১-২৩ জনুয়ারি প্রথম আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত হবে আগরতলায়।

রাজ্যের কবিতা আন্দোলনে এটা নতুন ঘটনা।

উৎসবে বাংলাদেশের বিশিষ্ট কবি সাহিত্যিকরা অংশ নেবেন। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর বঙ্গ, ত্রিপুরা এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের কবিরা উৎসবে অংশ নেবেন বলে জানা গেছে।

আগরতলা ভাষা সাহিত্যের উদ্যোগে আয়োজিত হচ্ছে এ কবিতা উৎসব।

২১ জানুয়ারি বিকাল চারটায় সুকান্ত একাডেমীতে কবিতা উৎসবের উদ্বোধন করবেন উপমহাদেশের প্রখ্যাত কবি সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

কবিতা উৎসবে থাকবে আবৃত্তির আসর। কবিতা কেন্দ্রিক মূকাভিনয়ও মঞ্চস্থ হবে উৎসবে।


বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।